জামালপুরে চাইল্ড ক্লাবের শিক্ষকদের ঝালাই প্রশিক্ষণ

নিজস্ব সংবাদদাতা : জামালপুরে তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা অপারগ শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত চাইল্ড ক্লাব শিক্ষকদের দুই দিনব্যপী ঝালাই প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার প্রশিক্ষণ উদ্বোধন করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সিডস) কর্মসূচির আওতায় প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, কর্মসূচি ব্যবস্থাক এম. শামসুদ্দিন, শিক্ষা কর্মকর্তা সায়েদুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী হামিদুল হক প্রমুখ। প্রশিক্ষণে ৩০ জন শিক্ষক অংশ নেন। উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসির শেওলা সভাকক্ষে প্রশিক্ষণ শুরু হয়েছে। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও সদর উপজেলার ৩০টি চাইল্ড ক্লাবের মাধ্যমে প্রতিবছর ৬০০ জন করে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পিছনের বেঞ্চের ছাত্র, ছাত্রীদের বিশেষ নিরাময়মূলক ব্যবস্থার মাধ্যমে ইংরেজি ও গণিতের ভীতি দূর করে তাদের সামনে আসার যোগ্য করে গড়ে তোলা হয়। সূত্র জানায়, ২০২৮ সালের শেষ নাগাদ কর্মএলাকার ৩ হাজার প্রান্তিক পরিবারে আর্থ-সামাজিক উন্নয়নের মাত্রা আশাব্যঞ্জক পর্যায়ে উন্নতি করার লক্ষ্যে নরওয়েভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন সিডস প্রকল্প জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় বহুমাত্রিক কার্যক্রম চলছে। শিক্ষা, জীবিকায়ন, যুবক, যুবতীদের আত্মকর্মসংস্থান, কিশোর, কিশোরীদের ক্ষমতায়নসহ বিভিন্ন কার্যক্রমের আওতায় কর্মএলাকার লক্ষভুক্ত জনগোষ্ঠীর সাথে নিবিড়ভাবে কাজ করছে।