এম.এ রফিক : জামালপুর জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের সাফল্য অর্জনে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে মাসিক সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে। সভায় জেলার ৬৮টি ইউনিয়নের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের সাফল্য অর্জনে প্রথম স্থান অর্জন করেছে সদর উপজেলার দিগপাইত ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সহ প্রশাসনিক কর্মকর্তাগণ। এ বিষয়ে দিগপাইত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি ম্যাডামের দিক নির্দেশনায় আমরা ইউনিয়নের সকল ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের নিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন করার জন্য প্রতিটি ওয়ার্ডে কাজ করেছি। যার কারনে সফল হতে পেরেছি। এটা আমাদের অনেক বড় পাওয়া। সেই সাথে আমরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট কৃতজ্ঞ। আশা করি আগামীতেও আমরা সফল হবো।
জামালপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধনের প্রথম পুরষ্কার অর্জন দিগপাইত ইউনিয়নের
