নিজস্ব সংবাদদাতা ; জামালপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে জশনে জুনুস র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর দরবার শরীফ এই র্যালির আয়োজন করে।
র্যালিটি শহরের পিটিআই স্কুল মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহ্ জামাল (র:) এর মাজার শরীফের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মাওলানা রওনাকুল ইসলাম জামালপুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাজা মোহাম্মদ ইউনুস আলী।
এ সময় তিনি হযয়ত মুহাম্মদ (স.) এর জীবনী সম্পর্কে আলোচনা ও আগামীতে জশনে জুনুস আরো বড় পরিসরে পালন করার জন্য সকল মুসলমানদের আহ্বান জানান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি সকল মুসলমানদের শান্তি কামনায় দোয়া করা হয়।
র্যালিতে খাজায়েনে রহমত পাক দরবার শরীফ, শাহ্ সুফি বাবুল ইসলাম কমল চিশতী, নাঈম নগর দরবার শরীফ, নয়ন চাঁদ দরবার শরীফসহ জামালপুর ও পাশপাশের কয়েকটি জেলার বিভিন্ন মাজার ও দরবার শরীফ থেকে আশেকান জাকেরান মমিন মুসলমান ও সাধারণ মানুষ অংশ গ্রহন করেন।
জামালপুরে জশনে জুনুস র্যালি অনুষ্ঠিত
