জামালপুরে জাকাত ব্যবস্থাপনা শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : ‘ধনীদের সম্পদে রয়েছে অসহায় ও গরীবদের অধিকার’ পবিত্র কোরান, হাদিসের মহান বাণী চেতনায় ধারণ করে যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন যাকাত ব্যবস্থাপনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র মো. ছানোয়ার হোসেন।
গত শুক্রবার বিকাল ৪টায় শাহ্ নাবিল মার্কেটের ব্যবসায়ী সমিতি’র নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার সভাপতি এফ. এ. এইচ মো. ইউসুফ। জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহ্ নেওয়াজ ইসলামের সঞ্চলনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন কেন্দ্রিয় কমিটির ডাইরেক্টর এন্ড হেড অব শরীয়াহ মুফতি আবু বকর সিদ্দিক, এক্সিকিউটিভ ডাইরেক্টর এসএম আল আমীন ফয়েজী, ডাইরেক্টর মুহাম্ম শহিদুল ইসলাম এফসিএমএ, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি ও বাংলারচিঠি ডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম প্রমুখ। সভা শেষে অতিথিদের মাঝে সম্মাননা স্মারক, ১০জন দরিদ্রদের মাঝে যাকাতের অর্থ বিতরণ এবং পথচারীদের মাঝে ইফতারের খাবার বিতরণ করা হয়। বক্তারা যাকাতের অর্থ ব্যবহারে প্রচলিত প্রথা ভেঙ্গে উৎপাদনমূখী খাতে ব্যয় বা দরিদ্রদের স্বাবলম্বী হওয়ার মতো কাজে বিনিয়োগ করার জন্য পরিকল্পনা কথা বলেন। পাশাপাশি দরিদ্র বিমোচনে লাগসই প্রকল্প গ্রহণ করে যাকাত ফাউন্ডেশন কার্যকর উদ্যোগ গ্রহণ করুক এ আশাবাদ ব্যক্ত করেন তারা। যাকাত ফাউন্ডেশনকে গতিশীলকরণে সর্বাত্মক সহায়তার আশ্বাস দপন জামালপুর পৌরসভার মেয়র।