জামালপুরে জাতীয়তাবাদী ওলামা দলের র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা ; জামালপুরে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ২৯ সেপ্টেম্বের দুপুরে জাতীয়তাবাদী ওলামা দল জামালপুর জেলা শাখার আয়োজনে শহরের স্টেশন বাজার সংলগ্ন জেলা বিএনপির দলীয় কর্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত সমাবেশে জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো: গোলাম রব্বানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন। এ সময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশে সকল ধর্ম পালনের নিশ্চয়তা তৈরি করেছিলেন। তিনি ইসলামকে সমৃদ্ধ করার জন্য ইসলামীক ফাউন্ডেশন, আলিয়া মাদ্রাসা বোর্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। যার ফলে ইসলাম শিক্ষা আজ প্রতিটি ঘরে পৌঁছে গিয়েছে। তিনি আরো বলেন, গত ১৭ বছর বাংলাদেশের অনেক আলেম-ওলামাদের গ্রেফতার করা হয়েছে। ঢাকার শাপলা চত্বরে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের পেটুয়া বাহিনী। নির্দ্বিধায় গুলি চালিয়ে আলেম-ওলামাদের হত্যা করেছে। কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী কখনো এই সকল বিষয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়নি। আলেম-ওলামাদের রক্ষা করার জন্য ১৭ বছর বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়েছে। যুদ্ধ অপরাধী মামলার রায়ের বিপক্ষে অবস্থান নেওয়া ছাড়া বাংলাদেশ জামায়াত ইসলামী আলেম-ওলামাদের পক্ষে ও সরকারের বিপক্ষে কোন অবস্থান নেয়নি। বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনকে সামনে রেখে ইসলামকে চরমভাবে ব্যবহার করার চেষ্টা করছে। তারা ইসলামকে তাদের দলীয় সম্পত্তি বানিয়েছে। বাংলাদেশের শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান। ইসলাম কারো দলীয় সম্পত্তি হতে পারে না। ইসলাম বাংলাদেশের ৯০ ভাগ মানুষের সম্পত্তি। ইসলামকে যদি কারো দলীয় সম্পত্তি হিসেবে ব্যবহার করা হয় বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না।