জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

নিজস্ব সংবাদদাতা : ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে। রবিবার দিবসটি উপলক্ষ্যে র‌্যালি, মেলা ও প্রামাণ্য চিত্র প্রদর্শণীর আয়োজন করে জেলা লিগ্যাল এইড কমিটি।
সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে দিবসের উদ্বোধন উপলক্ষ্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মো: এহ্সানুল হক, জেলা প্রশাসক মো: শফিউর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, সরকার বিচার প্রক্রিয়া সহজ ও দ্রুত সময়ে মামলা নিষ্পত্তি করতে নানামূখি পদক্ষেপ নিয়েছে। যেসব বিচারপ্রার্থীরা দরিদ্র ও অর্থিক সংকটে মামলার ব্যয় পরিচালনা করতে পারে না তাদের জন্য লিগ্যাল এইড বিনামূল্যে তাদের মামলা পরিচালনা করে। পরে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে জেলা লিগ্যাল এইড কমিটি। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে আবার আদালত প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পাশাপাশি আদালত প্রাঙ্গণে জেলা লিগ্যাল এইড মেলা ও প্রামাণ্য চিত্র প্রদর্শণ করা হয়, মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৭টি স্টল স্থান পেয়েছে।