জামালপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস অনুষ্ঠিত

এম.এ রফিক : জামালপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের স্লোগান “প্রযুক্তি নির্ভর যুব শক্তি,বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” ১২ ই আগস্ট জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহরের ফৌজদারী মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাছিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব সংগঠনের সদস্যবৃন্দ, আতœকর্মী, যুবউদ্যোক্তাসহ জেলার গণমাধ্যম কর্মীগন।