জামালপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে স্মরণ সভা

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); sceneMode: 2; cct_value: 0; AI_Scene: (13, 1); aec_lux: 326.78796; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 38;

জুলফিকার আলম : জামালপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। নজরুল একাডেমি জামালপুর জেলা শাখা এর আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে নজরুল একাডেমি জামালপুর জেলা শাখার সহ সভাপতি কবি শেখ ফজলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারী ও জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি এড. আব্দুল আওয়াল, এড. খাজা আলম, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের জেলা সভাপতি মো. আমির উদ্দিন প্রমুখ।
নজরুল সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত নজরুল সংগীত শিল্পী এবং নজরুল একাডেমি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এড. এস.এম সোলায়মানসহ নজরুল একাডেমি জামালপুর জেলা শাখার শিল্পীরা। অনুষ্ঠান উপস্থাপনা ও কবিতা আবৃত্তি করেন নজরুল একাডেমি জামালপুর জেলা শাখার সহ সাধারণ সম্পাদক ও বাচিক শিল্পী জাকিরুল হক মিন্টু, হৃদয় লোহানী, সারমিন সারা। তবলায় ছিলেন এস এম বুলবুল, কি বোর্ডে মো. জয়নাল আব্দীন, গিটারে সামিন,মন্দিরায় বাবু জীবন সাহ, বাঁশিতে আব্দুল মালেক।