জামালপুরে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Oplus_16908288

নিজস্বসংবাদদাতা ; জাতীয় পার্টি জামালপুর সদর উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যােগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার ৮ নভেম্বর বিকেলে শহরের ডাকপাড়া সেতুলী বেম্বো গার্ডেনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টি জেলা শাখার যুগ্ম-আহবায়ক ডা. ইয়াসিন আলী আকন্দের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি জেলা শাখার আহবায়ক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব জাকির হোসেন খান। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির নেতা জাকির হোসেন খান বলেন, গত ৫ আগস্টের পর সদর উপজেলার শাহবাজপুরে আমাদের রাজ নামের এক নেতা মারা যায়। তার জানাজা নামাজে যাওয়ার মতো কোন অবস্থা ছিল না। তার পরেও আমরা প্রায় ৫০-৬০ জন লোক সেই জানাজা নামাজে গিয়েছিলাম। আমার কাছে যদি কোন সংবাদ আসে কোন নেতাকর্মী মারা গিয়েছে। আমি কিন্তু সাথে সাথে জেলা বা উপজেলার নেতৃবৃন্দদের খবর দেই। খবর পেয়ে অনেকে যাওয়ার চেষ্টা করে। তিনি আরও বলেন, আমাদের নেতাকর্মী মারা গেলে যে যায় না, সেইটা পুনরাবৃত্তি যাতে আর না ঘটে সেই বিষয়ে সবাই খেয়াল রাখবেন। গত বছরে আমরা উপজেলার কমিটি গুলো করেছিলাম তখন দু-একজনের সাথে একটু মনমালিন্য হয়েছিল। এখন আমাদের ক্লান্তি কাল। কারো সাথে মান অভিমান করার সময় না। এখানে কাউকে ছোট করে দেখার সুযোগ নাই। তিনি বলেন, আপনারা দীর্ঘদিন ধরে জাতীয় পার্টি করেন। আমরাও জাতীয় পার্টি করি। এখান থেকে সরে আসার কোন সুযোগ নাই। জামালপুর জেলার সবচেয়ে গুরুত্ব বহন করে এই সদর উপজেলা। আমরা উপজেলায় ৩ বছরের জন্য কমিটিটা করবো। সময় আছে যথেস্ট। যারা সদর উপজেলাটা গুছাতে পারবেন তাদেরকে নিয়ে এই কমিটি গঠন করবো। পুরনো যারা আছেন তাদের নিয়ে কমিটি করবেন। কোন প্রকার সজন প্রীতি করা যাবে না। জাতীয় পার্টি জেলা শাখার যুগ্ম- আহবায়ক মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন আহাম্মেদ মুক্তি, জামালপুর জজ কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, জাতীয় পার্টি জেলা শাখার যুগ্ম-আহবায়ক আইনজীবী আনিছুর রহমান মানিক, কাজী খোকন, আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. আকরাম হোসেন, জাতীয় যুব সংহতি জেলা শাখার আহবায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ। মতবিনিময় সভায় জাতীয় পার্টি জেলা, সদর উপজেলা ও পৌর শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।