জামালপুরে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জুয়েল রানা ; বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখা। গতকাল মঙ্গলবার বিকালে শহর জামায়াতের উদ্যোগে শহরের গেইটপাড়স্থ পূরবী পেট্রোল পাম্পের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। জামালপুর শহর শাখার আমীর খন্দকার মুকাদ্দাস আলীর সভাপতিত্বে ও শহর সেক্রেটারি মিছবাহুর রহমান কাওসার এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমীর মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর এডভোকেট নাজমুল হক সাঈদী, জেলা নায়েবে আমীর অধ্যাপক খলিলুর রহমান, জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল। জেলার সহকারি সেক্রেটারি এডভোকেট সুলতান মাহমুদ, বায়তুলমাল সেক্রেটারি এডভোকেট ছামিউল হক, শিল্প ও বানিজ্য বিভাগের সেক্রেটারি রশিদুজ্জামান,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট আছিমুল ইসলাম, সদর উপজেলা আমীর হাফেজ শরীফুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলা সেক্রেটারি ফরহাদ হোসেন, পৌরসভার সমাজ কল্যাণ সেক্রেটারি মাসুম, ১১ নং ওয়ার্ড সেক্রেটারি জিল্লুর রহমান, ৫ নং ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম সহ আরো অনেকে। এসময় বক্তারা দ্রুত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির জোর দাবি জানান।পরে একটি বিক্ষোভ মিছিল গেইট পাড় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে বকুলতলা গিয়ে শেষ হয়।