এম.এফ.এ মাকাম : গাজায় নিরীহ ফিলিস্তিনী জনগণের উপর নির্বিচারে ইসরায়েলি বাহিনীর হামলা ও গণহত্যার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে জিয়া সাইবার ফোর্স ও তারেক রহমান যুবপরিষদের আয়োজনে শহরের লম্বাগাছ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন করে । পরে শহরের মডেল মসজিদ সংলগ্ন এলাকায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এম.শুভ পাঠান,জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন হৃদয়,তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি আরিফুল হক মুক্তা খান সহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, গাজায় নিরীহ মুসলিম নারী, পুরুষ ও শিশুদের উপর নির্বিচারে হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। বিশ্ব নেতাদের গাজার জনগণকে সুরক্ষায় এগিয়ে আসার আহবান জানান। সেই সাখে ইসরায়েলি পণ্যের বিক্রত অর্থ দ্বারা তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে এবং মুসলমানদের বুকে গুলি চালিয়ে হত্যা করতে ওই অর্থ ব্যয় করছে। তাই সকল ইসরায়েলি পণ্য বয়কট করার আহবান জানান বক্তারা।
জামালপুরে জিয়া সাইবার ফোর্সের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
