জামালপুরে জিহার মাসিক সভা অনুষ্ঠিত

তানভীর আহমেদ হীরা : জামালপুরের জিহার কোয়াটারলি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ১১ নভেম্বর দুপুরে শহরের তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার আয়োজনে তাদের নিজস্ব মিলনায়তনে জিহার সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনজুরুল আলমের সভাপতিত্বে সিভিল সার্জনের কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আনিসুর রহমান, তরঙ্গ তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমারা খান, ফাতেমা নার্গিস,সাংবাদিক তানভীর আহমেদ হীরা জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি মোঃ সোহেলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, জেন্ডার রেসপন্স নারী স্বাধীনতা ও অধিকার সহায়তা বৃদ্ধির নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। বন্যাসহ দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে নারীদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতদের জন্য জিহা কাজ করে যাচ্ছে।