নিজস্ব সংবাদদাতা : গতকাল জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারক “২য় স্বাধীনতার শহীদ যারা” জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করেন জামায়াতের জেলা সেক্রেটারি ও জামালপুর আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি এডভোকেট আব্দুল আওয়াল। জামালপুর জেলার জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর গেজেটভুক্ত শহীদগণের পরিবারবর্গের অনুকূলে আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে ১০ খন্ডের শহীদ স্মারকটি হস্তান্তর করেন। জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতি প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাসিনা বেগম বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, বিএনপির জামালপুর জেলার সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন, জামায়াতের ইসলামীর জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল, জেলা জামায়াতের অফিস, প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক জাকিউল ইসলাম, এনসিপি এর জেলা নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে দুই লক্ষ টাকা করে ১৪ শহীদ পরিবারকে এবং জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে ২০ জনকে প্রদান করেন।
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান গেজেটভুক্ত শহীদগণের পরিবারবর্গের অনুকূলে আর্থিক অনুদানের চেক প্রদান
