নিজস্ব প্রতিনিধি : জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গত মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন। জামিন আবেদন নামঞ্জুরের পর ক্ষুব্ধ আইনজীবীরা আদালতের কার্যক্রম বর্জন করেন। এতে জেলা ও দায়রা জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই ঘটনায় আইনি সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন। জানা যায়, ৪ ফেব্রুয়ারী জামালপুর সদর থানা পুলিশ জেলা আইনজীবী সমিতির সভাপতি আমান উল্লাহ আকাশকে আদালতে সোপর্দ করে। তার বিরুদ্ধে গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। পরে দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার আইনজীবীরা জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন। জামিন আবেদন নাকচ হওয়ার সঙ্গে সঙ্গেই আদালতে উপস্থিত আইনজীবীরা ক্ষোভ প্রকাশ করে আদালত বর্জনের ঘোষণা দেন। বিষয়টি জানাজানি হলে জেলা ও দায়রা জজ আদালতসহ অন্যান্য আদালতের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ বিষয়ে মন্তব্য জানতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মন্টুর মোবাইল নম্বরে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। সোমবার সন্ধ্যায় জেলা ও দায়রা জজের বিদায় সংবর্ধনা শেষে বাসায় ফেরার পথে আইনশৃঙ্খলা বাহিনী আমান উল্লাহ আকাশকে গ্রেফতার করে। এ ঘটনায় আইনজীবী মহলে চরম উত্তেজনা বিরাজ করছে।
Related Posts
দেওয়ানগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে আলোচনা সভা
- AJ Desk
- September 24, 2024
খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে এক আলোচনা সভার আয়োজন […]
শেরপুরে ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, বিচার চেয়ে সংবাদ সম্মেলন
- AJ Desk
- September 19, 2024
শেরপুর সংবাদদাতা ; শেরপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে সংবাদ […]
দেওয়ানগঞ্জে প্রবল বর্ষণে নিন্মাঞ্চল প্লাবিত॥ বিভিন্ন সড়কে ভাঙ্গন যোগাযোগ ব্যাহত
- AJ Desk
- July 3, 2024
খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে ২ দিনের প্রবল বর্ষণে নিন্মাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি উপজেলার বিভিন্ন […]