জামালপুরে জেলা প্রশাসকের কাছে আশার চার শতাধিক কম্বল হস্তান্তর

এম.এফ.এ মাকাম : জামালপুরের শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য বেসরকারি সংস্থা আশার আয়োজনে চার শতাধিক কম্বল জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, আশার ডিভিশনাল ম্যানেজার মোঃ এনামুল হক শেখ, ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ আতাউর রহমান, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম.এ জলিলসহ আরো অনেকে। এ সময় বক্তারা সমাজের হতদরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে কম্বল বিতরণের মাধ্যমে আশার মত সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।