আসমাউল আসিফ : জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার মধ্য দিয়ে পর্দা নামলো টুনামেন্টের। গতকাল সোমবার ১৫ সেপ্টেম্বর বিকেলে জামালপুর জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় জামালপুর পৌরসভা বনাম সরিষাবাড়ী উপজেলা ফুটবল একাদশ।
জামালপুর জেলা প্রশাসন, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল আসোসিয়েশন পক্ষকালব্যাপী এই জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। বিকেলে হাজারো ফুটবল প্রেমী দর্শকের উপস্থিতিতে স্টেডিয়ামের মাঠে নামে জামালপুর পৌরসভা ও সরিষাবাড়ী উপজেলা ফুটবল একাদশ। খেলার প্রথমার্ধে সরিষাবাড়ী উপজেলা প্রথম গোলটি করে। পরে দ্বিতীয়ার্ধে জামালপুর পৌরসভা গোল করে খেলায় সমতা আনে। পরবর্তীতে জামালপুর পৌরসভা ফুটবল একাদশ আরও একটি গোল করলে সরিষাবাড়ি উপজেলাকে ২-১ গোলে হারিয়ে বিজয়ী হয় জামালপুর পৌরসভা। স্টেডিয়ামের দর্শক গ্যালারীতে খেলা উপভোগ করতে জামালপুরসহ আশেপাশের জেলা থেকে আসা দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। খেলা শেষে জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, দর্শকদের নির্মল বিনোদন উপহার দিতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলায় সাধারণ দর্শকসহ সবাই যে অভূতপূর্ব সাড়া দিয়েছে তা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রতিবছরই এমন উৎসবমুখর খেলা আয়োজনের কথা বলেন বক্তারা। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, নগদ অর্থ ও মেডেল তুলে দেন অতিথিরা। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি, জেলা ফুটবল আসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন শিশির, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্দ্ল্লুাহ আল ফুরাদ রেদুয়ান, তৌহিদুর রহমান রামিম, আসমাউল আসিফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ আগষ্ট জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে।
জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা নামলো
