জামালপুরে জেলা বিএনপির নেতৃত্ব নির্বাচন হবে ব্যালটের মাধ্যমে

নিজস্ব প্রতিবেদক : জামালপুরে দলীয় ভোটারদের সরাসরি ভোটের মাধ্যমে জেলা বিএনপির নেতৃত্ব নির্বাচন করার উদ্যোগ নেয়া হয়েছে। জেলা বিএনপির আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনে নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ১৭ আগষ্ট দুপুরে শহরের স্টেশন বাজার সংলগ্ন জেলা বিএনপির দলীয় কার্যলয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো: তৌফিকুল ইসলাম বাদশা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এছাড়াও নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন, আগামী ২৩ আগষ্ট জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দলীয় ভোটারদের সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচনের জন্য গতকাল শনিবার সম্মেলন প্রস্তুতি সভায় সাত সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠিত হয়েছে। জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে নির্বাচনী তফসিল অনুযায়ী ১৭ আগষ্ট ভোটার তালিকা প্রকাশ, ১৮ আগষ্ট মনোনয়নপত্র ক্রয় ও জমা, ১৯ আগষ্ট বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ ও প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ২৩ আগষ্ট সম্মেলনের দিন শহরের বেলটিয়া এলাকায় লুইস ভিলেস রিসোর্ট এন্ড পার্কের নির্দিষ্ট ভোটকক্ষে সরাসরি দলীয় ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ পদে নেতৃত্ব নির্বাচন করা হবে। জেলার ৭টি উপজেলা ও ৮টি পৌর ইউনিটের মোট ১ হাজার ৫১৫ জন দলীয় ভোটার ভোট প্রদান করবেন। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, অন্যান্য সহকারী নির্বাচন কমিশনারগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গঠিত নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অ্যাডভোকেট মো: তৌফিকুল ইসলাম বাদশা, নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু, সহকারী নির্বাচন কমিশনার যথাক্রমে অ্যাডভোকেট মো: দিদারুল ইসলাম দিদার, অ্যাডভোকেট মো: মোবারক হোসেন, অ্যাডভোকেট নজরুল ইসলাম মোহন, অ্যাডভোকেট দিলরুবা আক্তার ও অ্যাডভোকেট মো: শফিকুল ইসলাম রাজু দায়িত্ব পালন করবেন। ৯ বছর পর আগামী ২৩ আগষ্ট শহরের বেলটিয়া এলাকার একটি মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ২০১৬ সালে শহরের সিংহজানী বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।