জামালপুরের ইসলামপুর রেলস্টেশনে একজন ট্রেনের টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে সাতটি টিকিট উদ্ধার করা হয়। ওই ব্যক্তির নাম মেহেদী হাসান (২২)।
ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাতে দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশ ইসলামপুর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে টিকিট কালোবাজারি মেহেদী হাসানকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে তিস্তা ও ব্রহ্মপুত্র আন্তনগর ট্রেনের সাতটি টিকিট উদ্ধার করা হয়। এ সময় কালোবাজারিতে ব্যবহৃত একটি মুঠোফোন ও টিকিট বিক্রির নগদ ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান বলেছেন আত্মীয়স্বজনদের নাম, মুঠোফোন ও জাতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার করে তাঁদের নামে আইডি খুলতেন। সেই আইডি দিয়ে অনলাইনে টিকিট কেটে সেই টিকিট নিজে সংগ্রহ করতেন। পরে চড়া দামে যাত্রীদের কাছে সেই টিকিট কালোবাজারে বিক্রি করতেন।