জামালপুরে ট্রেনের ধাক্কায় ভটভটিচালক নিহত

জামালপুরের ইসলামপুরে ট্রেনে ধাক্কায় ভুট্টু মিয়া (৪০) নামে এক ভটভটিচালক নিহত হয়েছেন। চিকিৎসাধীন রয়েছে তার সহযোগী টুক্কু মিয়া (২৭)।

রোববার (২৩ জুন) দুপুরে ঢাকা-দেওয়ানগঞ্জ রেলরুটের মোশারফগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এক রেলক্রসিংয়ে এই রেল দুর্ঘটনা ঘটে।

ভুট্টু মিয়া ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়নের শশাড়িয়াবাড়ী গ্রামের পানাওলার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ রেলস্টেশন থেকে ঢাকাগামী বেসরকারি কমিউটার ট্রেন আনুমানিক ১টা ২০ মিনিটে ছেড়ে আসে। হাজার হাজার যাত্রীবোঝাই ট্রেনটি বেলা আনুমানিক ১টা ৪০ মিনিটে মোশারফগঞ্জ রেলস্টেশন পার হয়ে স্টেশন সংলগ্ন রেল ক্রসিংয়ে একটি ভটভটিকে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দেয়। লাইনের দুই পাশে ছিটকে পড়ে ভটভটি গাড়ি, চালক ভূট্টু মিয়া এবং হেলপার টুক্কু মিয়া। এতে ভটভটি গাড়িটি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত হয় ভটভটিরচালক ও হেলপার । এলাকাবাসী দৌড়ে এসে ভটভটিচালক ভুট্টু মিয়া ও হেলপার টুক্কু মিয়াকে উদ্ধার করে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভটভটি চালক ভুট্টো মিয়া মারা যান।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।