জামালপুরে ডাস্টবিনের বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

Oplus_131074

মোহাম্মদ আলী : নিয়মিত পরিস্কার করা হচ্ছে না ডাস্টবিন। ময়লা আবর্জনা পড়ে থাকছে দিনের পর দিন। স্তূপাকারে পড়ে থাকা ময়লা মশা মাছি বসছে, পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। বাতাসে রোগ বালাই ছড়াচ্ছে। দূষিত হচ্ছে পরিবেশ!
জানা যায়, জামালপুর পৌর এলাকার প্রধান সড়কের পাশে ও বিভিন্ন পাড়া মহল্লার অলিগলিতে ডাস্টবিন স্থাপন করেছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু, সেসব ডাস্টবিন নিয়মিত পরিস্কার করা না হওয়ায় এর দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী ও পৌরবাসী। পৌর কর্তৃপক্ষের বার বার চিঠি বা তাগিদ দিয়েও সুফল পাচ্ছেন না তারা।পৌর কর্তৃপক্ষ কাছে পাঠানো জামালপুর সদর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের চিঠি সূত্রে জানা যায়, সিভিল ও পরিবার কর্মকর্তার কার্যালয়ের প্রবেশ দ্বারে দুইটি ডাস্টবিন রয়েছে। যেখানে আশপাশের লোকালয় ও হাসপাতালের সকল বর্জ্য ফেলা হয়। কিন্তু সেটা নিয়মিত পরিস্কার করা হয় না। ময়লাগুলো জমে থাকে সপ্তাহের পর সপ্তাহ। ফলে দীর্ঘদিন পড়ে থাকার কারণে মশা মাছি বসছে। পঁচে গলে দুর্গন্ধ ছড়াচ্ছে। কুকুর বিড়াল, গরু ছাগল এসে ছড়ায় ছিটিয়ে রাখছে।এমতাবস্থায় সংশ্লিষ্ট অফিসে কর্মকর্তা- কর্মচারীদের যাতায়াত ও অফিসে অবস্থান করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই, তারা সেখান থেকে ডাস্টবিনগুলো অপসারণের দাবি জানিয়েছেন।
জামালপুর সিভিল সার্জন অফিস ছাড়াও পাথালিয়া, মিয়াপাড়া, জেলা গ্রন্থাগার, বোসপাড়া, বসাকপাড়াসহ বিভিন্ন পাড়া মহল্লার ডাস্টবিনগুলো অপরিষ্কার অবস্থায় দেখা গেছে। শহরবাসী জানান, পৌরসভা থেকে জনপ্রতিনিধিদের অপসারণ করার পর থেকেই পৌর এলাকার পরিস্কার পরিচ্ছন্নতার কাজে ভাটা পড়েছে। এসব মহল্লার বসবাসকারীরা তাদের লোকালয়ের ডাস্টবিনগুলো পরিস্কারের দাবি জানিয়েছেন। তবে, এ ব্যাপারে চেষ্টা করেও জামালপুর পৌর প্রশাসক, মৌসুমি খানম এর মতামত পাওয়া যায়নি।