জামালপুরে তারুণ্যের উৎসবে সদর উপজেলার অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল খেলোয়াড় বাছাই ও প্রতিযোগিতা সম্পন্ন

স্টাফ রিপোর্টার : জামালপুরে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিস জামালপুরের আয়োজনে সদর উপজেলার অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল খেলোয়াড় বাছাই ও প্রতিযোগিতা সম্পন্ন করা হয়েছে।
সোমবার বিকালে ০৬ টি দলে বিভক্ত করে বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাছাই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি ও মেডেল দিয়ে পুরষ্কৃত করা হয়। জামালপুর অ্যাডভোকেট আব্দুল হাকিম ষ্টেডিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ইফতেখার ইউনুস। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আরাফাত হোসেন আকন্দ শিশির;ফুটবল রেফারিজ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা;ক্রিকেট আম্পায়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক, সাখাওয়াত হোসেন টু।টুল; জেলা ফুটবল কোচ হিজ্জাতুল ইসলাম মিলন ও অন্যান্য ব্যক্তিবর্গ।