নিজস্ব সংবাদদাতা : ২০০৯ সালের ২৫ ও ফেব্রুয়ারী ঢাকায় বিডিআর সদর দপ্তরে পরিকল্পিত পিলখানা হত্যাকান্ডের তদন্ত, জেলবন্দী বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরিচ্যুত সকল সদস্যদের চাকুরিতে পুনর্বহালের দাবীতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের দায়াময়ী মোড়ে বিডিআর কল্যাণ পরিষদ জামালপুর জেলা শাখা এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বিডিআরের সাবেক সিপাহি আমজাদ হোসেনের সভাপতিত্বে সাবেক সিপাহি খোরশেদ আলম, সাবেক হাবিলদার আক্তারুজ্জামান, সাবেক নায়েক আনোয়ার হোসেন, আশরাফুজ্জামান, সাবেক সিপাহি মোতালেব হোসেন, এরশাদ হোসেন, জেলবন্দী সাবেক সিপাহি জিয়াউল হকের মেয়ে জেনিফা ইয়াসমিন জেমীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা পিলখানায় নির্মমভাবে হত্যাকান্ডের শিকার ৫৭ জন সেনা অফিসারসহ ৭৪ জন হত্যাকান্ডের পেছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করা এবং যে সকল বিডিআর সদস্যের সাজার মেয়াদ শেষ ও খালাস প্রাপ্ত তাদের মুক্তি। প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেপ্তার করে যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে সরকারি সকল প্রকার সুযোগ সুবিধাসহ পুনরায় চাকরিতে পূনর্বহাল। তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য বাধাদানের ধারা বাতিল করার জন্য সরকারের কাছে তিন দফা দাবী জানান। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা বিডিআরে যোগদান করেছিলেন, তারা কোন অপরাধ করেননি। এখন তারা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন বলে জানান বক্তারা। মানববন্ধনে সাবেক সকল বিডিআর সদস্যসহ পরিবারবর্গ অংশগ্রহণ করেন।