জামালপুরে তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠীর সাথে অ্যাডভোকেসির সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : জামালপুরে তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠীর সাথে অ্যাডভোকেসির সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ১০ মার্চ দুপুরে শহরের পাঁচরাস্তায় একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভানেত্রী আরিফা ইয়াসমিন ময়ূরীর সঞ্চালনায় মতবিনিময় সভায়প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আশরাফ হোসেন তরফদার।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আন্জুমনোয়ারা বেগম হেনা, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক ফারুক হাসান, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবির, এসএ টিভির জেলা প্রতিনিধি ফজলে এলাহী মাকাম, জেলা মহিলা আওয়ামী লীগের সহ- সভাপতি ডা. সাঈদা বেগম, সাংগঠনিক সম্পাদক শেফালী আক্তার, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, উদ্যােক্তা নাদিয়া আক্তার জুঁথি প্রমুখ। এসময় বক্তারা বলেন, তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠীর মানোন্নয়নে কাজ করতে হবে। তাহলে সমাজে তারা বোঝা হয়ে থাকবেনা। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সকলকে পর্যায়ক্রমে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষণ নিয়ে কর্মজীবনে তারা সফলতা অর্জন করবে বলে জানান বক্তারা।
অ্যাডভোকেসি লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ জনসংখ্যার উপর প্রশাসন, রাজনৈতিক নেতা এবং সামাজিক ব্যক্তিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।