জামালপুরে দলিল লেখক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

oplus_0

নিজস্ব সংবাদদাতা : মোহাম্মদ আরজু আকন্দকে সভাপতি ও মো. হানিফ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ দলিল লেখক সমিতি জামালপুর জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার ১১ অক্টোবর দুপুরে শহরের বেলটিয়া লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্কে অনুষ্ঠিত সমাবেশে এ ঘোষণা দেন কেন্দ্রীয় নেতারা।
জেলা দলিল লেখক সমিতির সভাপতি মোহাম্মদ আরজু আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব আলহাজ্ব এম এ রশিদ ও বিশেষ বক্তার বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম মহাসচিব কে এস হোসেন টমাস।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, ঢাকা বিভাগের আলহাজ্ব রফিকুল ইসলাম সরকার, ফরিদপুর বিভাগের আলহাজ্ব নুরুল হক মিয়া, রংপুর বিভাগের মোস্তাফিজুর রহমান মল্লিক, রাজশাহী বিভাগের এস এম আয়নাল হক, ঢাকা বিভাগের মো. ফিরোজ মিয়া, ঢাকা বিভাগের রুহুল আমিন খান প্রমুখ।
জেলা দলিল লেখক সমিতির পাঁচ বছর মেয়াদি ৮১সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।