জামালপুরে নতুন ডিসি মোহাম্মদ ইউসুপ আলী

নিজস্ব সংবাদদাতা : জামালপুরে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ ইউসুপ আলী। গত রোববার ৯ নভেম্বর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এ নিয়োগের বিষয়টি জানা গেছে। নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া মোহাম্মদ ইউসুপ আলী খুলনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
সদ্য বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) হাছিনা বেগম গত ২০২৪ সালের সেপ্টেম্বরে জামালপুরে যোগদান করেন। এর আগে তিনি উপ ওয়াকফ প্রশাসক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন। রোববার জারি করা প্রজ্ঞাপনে জামালপুরসহ ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ করা জেলা গুলো হলো- ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর। যেসব জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে, সেখানকার ডিসিদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বদলি করা হয়েছে।