জামালপুরে নবনিযুক্ত সিভিল সার্জনকে হযরত শাহজামাল (র.) জেনারেল হাসপাতালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব সংবাদদাতা : জামালপুর – দেওয়ানগঞ্জ সমিতির সভাপতি জামালপুর জেলা বেসরকারী ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক,জামালপুর প্রাণকেন্দ্রে অবস্থিত সেবাদান প্রতিষ্ঠান হজরত শাহজালাল (র.) জেনারেল হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বুলবুল জেনারেল হাসপাতাল লিমিটেডের প্রতিষ্ঠা মো. আশরাফুল ইসলাম বুলবুল জামালপুরে নবনিযুক্ত সিভিল সার্জন ডাঃ মোঃ আজিজুল হককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। তিনি রোববা নবনিযুক্ত সিভিল সার্জনের অফিসে হযরত শাহজামাল (র.) জেনারেল হাসপাতাল লিঃ ও বুলবুল জেনারেল হাসপাতাল লিমিটেডের স্টাফদের সাথে নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।