নিজস্ব সংবাদদাতা ; জামালপুর সদর উপজেলা মেষ্টা ইউনিয়নের হাসিল মানিকাবাড়ী এলাকার বাবুল ফকিরের ছেলে ও মা মা ফার্মেসীর মালিক পাপ্পু ফকিরকে পর্ণগ্রাফি মামলায় আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ। গতকাল সোমবার রাতে মেষ্টা ইউনিয়নের হাসিল বটতলা এলাকার ছদ্মনাম ঈশিতা আক্তারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। বাদীর সাথে সম্পর্ক থাকা কালীন সময়ের বিভিন্ন আপত্তিকর ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার তার বিরুদ্ধে মামলা করা হয়।৫ মে জামালপুর সদর থানার একটি মামলা দায়ের করা হয়। মামলার দায়িত্বপ্রকপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন,পাপ্পু ফকিরের বিরুদ্ধে পর্ণগ্রাফি মামলা দায়ের করে কোর্টে চালান করে দেওয়া হয়েছে।
জামালপুরে পর্ণগ্রাফি মামলায় মা ফার্মেসীর মালিক পাপ্পু গ্রেফতার
