ওসমান হারুনী : পুলিশের “ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা জামালপুরে অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ১০ ডিসেম্বর শহরের লুইজ ভিলেজ রিসোর্টে অনুষ্ঠিত জামালপুরে ময়মনসিংহ রেঞ্জের নভেম্বর/২০২৪ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।সভায় ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান ময়মনসিংহ রেঞ্জের বিভিন্ন ধরনের অপরাধ পর্যালোচনা করেন এবং ইউনিট প্রধানদেরকে অপরাধ প্রশমনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, চোরাচালান, মাদক এর মত অপরাধগুলো সমাজ থেকে দূর করার জন্য চার জেলার এসপিকে বিট পুলিশিং কার্যক্রম, মোবাইল পেট্রোলিং, রাত্রিকালীন চেকপোস্ট বৃদ্ধি করার মাধ্যমে এনফোর্সমেন্ট তরান্বিত করার নির্দেশনা দেন। মামলার তদন্তের গুনগত মান বৃদ্ধি, গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি বৃদ্ধির জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়াও তিনি ইউনিট প্রধানদেরকে অপরাধ নিয়ন্ত্রণের ছাত্র-জনতা ও স্থানীয় অংশীজনদের সহোযোগিতা নিয়ে আরও তৎপর হওয়া এবং আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস- এ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এ্যান্ড অপস্), শরিফুর রহমান বিপিএম, ময়মনসিংহের পুলিশ সুপার আজিজুল ইসলাম [অতি. ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত], পুলিশ সুপার (অপারেশনস্) জহিরুল ইসলাম বিপিএম [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত], পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোহাম্মদ নুরে আলম বিপিএম; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজম্যান্ট) ফয়েজ আহমেদ পিপিএম, পুলিশ সুপার নেত্রকোণা মির্জা সায়েম মাহমুদ পিপিএম-সেবা, পুলিশ সুপার শেরপুর আমিনুল ইসলাম, পুলিশ সুপার জামালপুর সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সোহেল মাহমুদ পিপিএম,রেঞ্জ ডিআইজির কার্যালয় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস্) মেজবাহ উদ্দিন,সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি)এস. এম. আসিফ আল হাসান সহ জামালপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ
উপস্থিত ছিলেন। এসময় অভিন্ন মানদন্ডের আলোকে নভেম্বর-২০২৪ মাসের কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য শ্রেষ্ঠ- অফিসার ইনচার্জ মোহাম্মদ টিপু সুলতান, অফিসার ইনচার্জ, তারাকান্দা থানা, ময়মনসিংহ। শ্রেষ্ঠ এসআই -আব্দুল রাজ্জাক, এসআই (নিঃ), মুক্তাগাছা থানা, ময়মনসিংহ। শ্রেষ্ঠ এএসআই-শাহ আলম, এএসআই (নিঃ), ভালুকা মডেল থানা, ময়মনসিংহ। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী – মামুন ইবনে হেলাল, এএসআই (নিঃ), কলমাকান্দা থানা, নেত্রকোণাদের কে পুরস্কার প্রদান করেন রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান। সভায় জুম ক্লাউড এ্যাপস্ এর মাধ্যমে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন অতিরিক্ত ডিআইজি (কমান্ড্যান্ট),২- এপিবিএন, মুক্তাগাছা; অতিরিক্ত ডিআইজি, এটিইউ, ময়মনসিংহ ডিভিশন; পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, ময়মনসিংহ রিজিওন; পুলিশ সুপার, সিআইডি, ময়মনসিংহ, ময়মনসিংহ রেঞ্জাধীন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার এর কমান্ড্যান্টগন সহ রেঞ্জাধীন জেলা সমূহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্/ ডিএসবি); সকল সার্কেল অফিসার, কোর্ট পুলিশ পরিদর্শকগণ।