জামালপুরে প্রথমবার আয়োজিত কৃষক সংলাপ

খাদেমুল ইসলাম : সম্ভব্যত জামালপুর জেলায় এই প্রথম আয়োজন করা হয়েছে কৃষক সংলাপ। জেলার দেওয়ানগঞ্জ ও ইসলামপুর থেকে আগত কৃষকদের নানাবিধ সমস্যা, সম্ভাবনা ও প্রস্তবনা বিষয়াদি নিয়ে ঐ কৃষক সংলাপের আয়োজন করেন এনজিও গণচেতনা। আলোচনায় নারী কৃষকের স্বীকৃতি সুযোগ, সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি অধিপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা। মহিলা ও শিশু বিষয়ক পরিচালক মঞ্জুরুল আলম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাবীবুর রহমান, মৎস্য কর্মকর্তা (ট্রেনিং) রেজাউল করিম, তরঙ্গ মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খানের সভাপতিত্বে মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউএন উইমেন এর সহায়তায় গণচেতনার আয়োজনে অনুষ্ঠিত কৃষক সংলাপ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মঞ্জুরুল আলম, গণচেতনা প্রজেক্ট কো-অডিনেটর ফাতেমা নার্গিস, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, সাজেদা পারভীন ঝিনুক, তরঙ্গ মহিলা উন্নয়ন সংস্থার অফিস সহকারী মজনু মিয়া সহ অন্যান্য। কৃষক সংলাপে মূল আলোচনায় জলবায়ু পরিবর্তন কৃষিতে কীভাবে প্রভাব ফেলে উঠে আসে। তরঙ্গ মহিলা উন্নয়ন সংস্থার কর্মকর্তা মঞ্জুরুল হক পাঠানের সঞ্চালনায় গণচেতনার কার্যক্রম তুলে ধরেন, ফাতেমা নার্গিস। তিনি এ সাংবাদিককে জানান, গণচেতনা মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় দেওয়ানগঞ্জে সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সহযোগী সংস্থার মাধ্যমে উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়ন করে আসছে।