এম.এফ. এ মাকাম : জামালপুরে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহ বর্ণনা ২০২২ এর জেলার রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিসংখ্যান কার্যালয়ে জামালপুরের আয়োজনে ও জনশুমারি ও গৃহ গণনা ২০২১ প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শীতেশ চন্দ্র সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মোঃ ফিরোজ ইবনে ইউসুফ সহ আরো অনেকে।
এ সময় বক্তরা জনশুমারি ও গৃহ গণনা মাধ্যমে প্রতিটি খানায় নির্ভুল, নিখুঁত ও সঠিক তথ্য নিরূপণের করে,পরিসংখ্যানের মাধ্যমে জেলার উন্নয়ন চিত্র, জীবনযাত্রার মান ও শিক্ষার হারের তথ্যের মাধ্যমে উচ্চবিত্ত থেকে নৃগোষ্ঠীর মানুষের মধ্যে পরিসংখ্যানের মাধ্যমে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান।