নিজস্ব সংবাদদাতা : জামালপুরের ১৩ মার্চ প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বকুলতলাস্থ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ১৩ মার্চ স্বাধীনতা পতাকা উত্তোলন দিবস উদযাপন পর্ষদ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া হিরু ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ১৩ মার্চ স্বাধীনতা পতাকা উত্তোলন দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক আমির উদ্দিন এর সভাপতিত্বে ও কবি সাযযাদ আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক ও কবি আলী জহির, সাবেক কমিউনিস্ট পার্টির নেতা বীর মুক্তিযুদ্ধা আলী আক্কাস, ঝাউলা গোপালপুর কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস, স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন উদযাপন পর্ষদের অন্যতম সদস্য আলী আল শাফি রিমু প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন উদযাপন পর্ষদের অন্যতম সদস্য মহব্বত আলী ফকির, জি.এস.এম সাঈদুর রহমান সুমন ও হাফিজুল ইসলাম সজল প্রমুখ। আলোচনা পর্বে বক্তারা বলেন, ১৯৭১ সালে যখন গোটা বাংলাদেশ মুক্তির উন্মাদনায় উত্তাল তখন ৩ মার্চ ঢাকায় পাকিস্তানি পতাকা পুড়িয়ে ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা আনুষ্ঠানিক ভাবে উত্তোলন করে। তারই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় তদানিন্তন জামালপুর মহুকুমা শহরে গৌরিপুর কাচারী মাঠে ১৩ মার্চ স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন করা হয়। বিপুল ছাত্র-জনতার সমাবেশে জামালপুর মহুকুমা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা আব্দুল মান্নানের সভাপতিত্বে পতাকা উত্তোলন করেন জামালপুর আশেক মাহমুদ কলেজের ৭০ এর নির্বাচিত ছাত্র সংসদের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া (হিরু)। দেশের ওই সময়ের বাস্তবতায় জীবনের মারাত্মক ঝুকি নিয়ে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন তিনি। পতাকা উত্তোলনের সাথে সাথে (আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি) জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বক্তারা আরও বলেন, ২০২৪ এর গণঅভ্যূত্থানের আকাঙ্খা এবং ৭১ এর চেতনাকে সুত্রবদ্ধ করে আগামীর বাংলাদেশ গড়ে তুলার লক্ষ্যে নতুন প্রজন্মকে ১৩ মার্চের স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন দিবসের ইতিহাস আমরা জানাতে চাই। যাতে করে আগামী প্রজন্ম অনুপ্রানিত হয়ে সঠিক নেতৃত্ব দিতে পারে এবং দেশে সামাজিক ন্যায় বিচার, দল-মত ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যসৃষ্টির মধ্যদিয়ে দেশের শান্তিশৃঙ্খলা ও দেশের মর্যাদা এবং ভাবমূর্তিকে সারাবিশ্বে সম্মুন্নত করতে পারে। নতুন প্রজন্মের হাতেই দেশ যেন হয়ে উঠে উন্নত, সমৃদ্ধ ও শান্তির এক আবাস ভূমি। যেখানে আর কোন গণতন্ত্র বিধ্বংসি, গণহত্যাকারী, ফ্যাসিস্ট, স্বৈরাচার যেন দেশকে ব্যার্থ রাষ্ট্রে পরিনত করতে না পারে। পরে দোয়া পরিচালনা করেন জামালপুর উচ্চ বিদ্যালয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আলাল উদ্দিন।
জামালপুরে প্রথম স্বাধীনতা পতাকা উত্তোলন দিবস পালিত
