জামালপুরে প্রাইম ল্যাব. স্কুল এন্ড কলেজের ডে কেয়ার সেন্টারের উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত

এম.এফ.এ মাকাম : জামালপুরে প্রাইম ল্যাব. স্কুল এন্ড কলেজের ডে কেয়ার সেন্টারের উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে শহরের পাবলিক লাইব্রেরি সংলগ্ন প্রাইম ল্যাব.স্কুল এন্ড কলেজের ডে কেয়ার সেন্টার ও ফুটবল খেলার উদ্বোধন করে জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রবিউল ইসলাম রাজন, প্রধান শিক্ষক এস এম নাসিব রিকু,জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম, উপদেষ্টা মমতাজ বেগম সহ আরো অনেক।
এ সময় বক্তারা পড়ালেখার পাশাপাশি খেলাধুলার টর্চার মাধ্যমে দেহমন গঠন করে দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান। এর আগে শিশুদের বিশেষ পরিচর্যার মাধ্যমে মনোরম শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে বেড়ে উঠার জন্য জামালপুরে এই প্রথম ডে কেয়ার সেন্টার এর উদ্বোধন করা হয়।
পরে ফুটবল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।