জামালপুরে প্রান্তিক কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

এম.এ রফিক : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে জামালপুর সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে প্রান্তিক কৃষকদের মাঝে সার-বীজ বিতরণের উদ্ভোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণের উদ্ভোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এমদাদুল হক। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, এছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তাসহ শ্রীপুর ও লক্ষীর চর ইউনিয়নের পাঁচ শতাধিক উপকারভোগী কৃষক উপস্থিত ছিলেন। জানা যায় ২০২৫-২০২৬ অর্থ বছরের কৃষি পুর্নবাসন খাতের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা, ডাল, গম, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ ও মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০ কেজি করে সার ও বীজ বিতরণ করা হয়। জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ৭৫৫০ জন কৃষক এই প্রণোদনা সার ও বীজ পাবেন। এ বিষয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী বলেন কৃষি জমিতে অধিক সার ও কীটনাশক ব্যবহার করবেন না। এছাড়া পানির অপচয় রোধ করবেন। কৃষি আমাদের প্রাণ। কৃষি জমিও আমাদেরকে রক্ষা করতে হবে।