তানভীর আহমেদ হীরা : বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন জামালপুর শাখার বার্ষিক সাধারণ সভা শেষে আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
গতকাল রোববার ৬অক্টোবরবিকেলে শহরের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) জামালপুর ইউনিটের আয়োজনে বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। মোঃ নুরুল ইসলাম নবাব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের পরিচালক মোঃ আজিজুর রহমান। উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, বিসিআইসির সারের ডিলার মোঃ চান মিয়া চানু,রেজাউল করিম ঢালী,শ্যামল চন্দ্র সাহা, মামুনুর রশিদ ফকির, আব্দুল মজিদসহ আরো অনেকেই। বক্তারা বলেন, যমুনা সার কারখানা প্রায় এক বছর যাবৎ বন্ধ থাকায় জেলার সার ডিলাররা ক্ষতির মুখে পরেছে। গত আওয়ামী লীগ সরকারের আমলে এই কারখানা দলীয় লোকজন নিয়ন্ত্রণ করতো। এতে সার বরাদ্দ সিন্ডিকেট করে নিজ দলীয় ডিলার ছাড়া অন্য কোন সাধারন ডিলার ব্যবসা করার সুযোগ পেত না। তারা বঞ্চিত করেছে। এছাড়াও এটিএম ছাড়াই কাউকে কিছু না জানিয়ে সিন্ডিকেট তাদের মন গড়া কমিটি গঠন করেছিল। বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন জামালপুর শাখার প্রায় ১৫০ জন বিসিআইসি এর সার ডিলারে উপস্থিতিতে গত ৫ আগষ্ট সরকার পতনের পরে আগের জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটিতে মেসার্স ইসরাইল কর্পোরেশনের স্বত্বাধিকারী মোঃ চান মিয়া চানু সভাপতি ও মেসার্স ইসলামপুর টেডার্সের স্বত্বাধিকারী মো, নুরুল ইসলাম নবাব কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের তিন বছর মেয়াদী নয়া কমিটি করা হয়।