নিজস্ব সংবাদদাতা : জামালপুরে ফিরতি ঈদ যাত্রায় নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। তবে বাস ভাড়া কিছুটা বাড়তি হলেও স্থানীয় পর্যায়ে রয়েছে। পরিবহন মালিক সমিতি বলছেন সরকার নির্ধারিত ভাড়ায় তারা এবার যাত্রী পরিবহন করছেন। গতকাল রোববার সকাল থেকেই জামালপুর আন্ত:জেলা কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রীদের বেশ চাপ দেখা গেছে। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসেও ঢাকাসহ বিভিন্ন জেলায় কর্মস্থলে ফিরছে মানুষ। তবে পর্যাপ্ত বাস থাকায় নির্বিঘেœ কর্মস্থলে ফিরতে পারবেন এমনটাই আশা করছেন যাত্রীরা। গাজীপুরের পোষাক কারখানায় কর্মরত নাহিদ জানান, পরিবার নিয়ে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন তিনি। স্বাভাবিক সময়ে জামালপুর থেকে গাজীপুর বাস ভাড়া তিন থেকে সাড়ে তিনশ টাকা নেয়, তবে ঈদ উপলক্ষে চারশ টাকা নিচ্ছে। এটা খুব বেশি না। ঈদে আমরা ইচ্ছা করেই কিছু বকশিস দেই। অপর সোলাইমান নামের পাবনার যাত্রী জানান, অন্যান্য সময়ের মত সাড়ে পাঁচশ টাকা ভাড়া দিয়েই গন্তব্যে যাচ্ছেন তিনি। টিকেট কাউন্টার মাস্টার বারেক মিয়া জানান, সরকার নির্ধারিত এবং বিআরটিএ’র চার্ট অনুযায়ী ৫০ টাকা কম করে ভাড়া নির্ধারণ করা হয়েছে। আমরা সেই অনুযায়ী ভাড়া নিচ্ছি। এ বিষয়ে জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ জানান, এবারের ঈদ যাত্রায় যাত্রীদের কথা চিন্তা করে সব ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছেন। কোন বাস যাতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিতে না পারে এবং নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারে তার জন্য বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জামালপুর টাঙ্গাইল সড়কের দিকপাইত ও জামালপুর ময়মনসিংহ সড়কের গোপালপুর অংশে দিনরাত তদারকি করছি। এছাড়াও বিআরটিএ, পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি মালিক শ্রমিক ইউনিয়ন মিলে কাজ করে যাচ্ছি। এবারের ঈদে দীর্ঘ নয় দিন ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। জামালপুরে এবারের ঈদ যাত্রায় কোন রকম দুর্ঘটনা ছাড়াই মানুষ নির্বিঘ্নে চলাচল করেছে।
জামালপুরে ফিরতি ঈদ যাত্রায় যাত্রীদের স্বস্তি
