নিজস্ব সংবাদদাতা : জামালপুরে বন্ধুত্বের বাধন ব্লাড ডোনেশন ক্লাবের এর অর্ধ যুগ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন রক্তের গ্রুপ নির্ণয় , রক্তদান এবং বিনামূল্যে ওষুধ বিতরন করা হয়েছে।
গতকাল দুপুরে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী সমাধান একাডেমিক স্কুল মাঠে বন্ধুত্বের বাধন ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্ধুত্বের বাধন ব্লাড ডোনেশন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও মানাবের চেয়ারম্যান আলহাজ¦ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল। প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার উত্তম কুমার সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বন্ধুত্বের বাধন ব্লাড ডোনেশন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শামীম আহমেদ, সহ-সভাপতি মো: আরিফুল হক রাসেল, জেলা সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: আনিছুর রহমান, জামালপুর ইউএনএফপিএ এর ফিল্ড অফিসার মো: আতাহার আলী, সিভিল সার্জনের অফিসের পরিসংখ্যানবীদ মো: আব্দুল হালিম, জামালপুর মিয়া পাড়া নিউ আমেনা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো: আশিকুর রহমান আশিক, ৪নং ওয়ার্ডের ইউপি মেম্বার মো: আব্দুল মোতালেব, নারিকেলী সমাধান একাডেমিক স্কুলের পরিচালক মো: জাহিদ আনোয়ার মিন্টু, বন্ধুত্বের বাধন ব্লাড ডোনেশন ক্লাবের সাধারন সম্পাদক মো: বাকের হোসেন প্রমুখ।
এসময় বক্তারা, অসহায় নিপীড়িত মানুষের পাশে দাড়ানোর পাশাপাশি সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গড়ার প্রতি সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান।