নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামালপুর শহর শাখার প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। গত রোববার ১০ আগস্ট বিকেলে জেলা শিল্প কলা একাডেমি মিলনায়তনে এ সদস্য সংগ্রহের উদ্বোধন করা হয়। শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, আওয়ামী ফ্যাসিবাদের কোন দোসর যাতে এই সদস্য ফর্ম ক্রয় করতে না পারে সেই দিকে সকলকে সজাগ থাকার আহবান জানান।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, রিজভী আল জামালী রঞ্জু, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজীব, সদস্য মোস্তাফিজুর রহমান আরমান, শহর বিএনপির সহ-সভাপতি মাঈন উদ্দিন বাবুল, এনামুল হক খান মিলন, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল রহমান শহিদ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন প্রমুখ। আজকের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির প্রথম সদস্য ফর্ম ক্রয় করেন আব্দুল বারী মাস্টার। ধার্যকৃত নবায়ন ফি বিশ টাকা। সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে শহর বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামালপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন
