জামালপুরে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি

এম.এ রফিক ; সারাদেশের ন্যায় জামালপুর জেলা জজকোর্ট প্রাঙ্গনে বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসাবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান সহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১০ম গ্রেড ভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে সোমবার সকাল ৯.৩০ মিনিট হতে ১১.৩০ মিনিট পর্যন্ত কর্মবিরতি পালন করেন এসোসিয়েশনের কর্মকর্তা-কর্মচারীগণ। উক্ত কর্মবিরতিতে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আফরাহিম হাসান শাউনের উপস্থাপনায় এবং সভাপতি একেএম সোরোয়ার জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এসময় তারা তাদের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।