জামালপুরে বিজয় দিবসে বিএনপির সমাবেশ ও র‌্যালি

নিজস্ব সংবাদদাতা : জামালপুরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের ফৌজদারী মোড়ে জামালপুর জেলা বিএনপি এই কর্মসুচির আয়োজন করে।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের সভাপতিত্বে সমাবেশে ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, কেন্দ্রীয় বিএনপির জলবায়ূ বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, গত ১৬ বছর গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি আন্দোলন-সংগ্রাম করেছে। আমাদের ধারাবাহিক আন্দোলনের কারণেই জুলাই-আগষ্টের ছাত্র-জনতার অভ্যূত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছিলো। ছাত্র-জনতার আন্দোলন দমনে হত্যাকান্ড পরিচালনার জন্য শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন। প্রতিটি হত্যাকান্ডের জন্য শেখ হাসিনার বিচার হতে হবে। অনেক তরুণের রক্তের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে, এখন আমাদের দাবী দ্রুত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। পরে ফৌজদারী মোড় থেকে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।