জামালপুরে বিনামূলে স্বাস্থ্য সেবা দিয়েছে সবুজ সেনা সংগঠন

শামীম আলম : জামালপুর সদর উপজেলা বারুয়ামারী ছোলেমা আহমদ বালিকা বিদ্যালয়ে গরীর , অসহায়দের বিনা মূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। এই বিনামূলে স্বাস্থ্য সেবা আয়োজন করেন বাংলাদেশ সবুজ সেনা।
গতকাল সারাদিন ব্যাপী এই বিনামূলে স্বাস্থ্য সেবা দিয়েছেন বাংলাদেশ সবুজ সেনা একটি সংগঠন। স্বাস্থ্য সেবায় উপস্থিত ছিলেন সবুজ সেনার সভাপতি মোহাম্মদ বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নওয়াব আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ আজিজ, কোষাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান , উপদেষ্ঠা মোঃ বাবুল আক্তার, যুব সেনারা ও বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবগ। চিকিৎসা প্রদান করেন- ডাঃ মোঃ আহসান হাবীব আদনান, ডাঃ আবিদা জাহান, ডাঃ জান্নাতুল ফেরদৌস রুপালী, ডঃ এস এম এ হক ( বিদ্যুৎ) মেডিসিন. ডাঃ তরুন কুমার মোদক ও ডাঃ মোঃ আছাদুজ্জামান।