জামালপুরে বিনামূল্যে রক্তের গ্র“প নির্ণয় ও স্বেচ্ছাসেবী সংগ্রহ মাদারগঞ্জ ফাউন্ডেশন

নিজস্ব সংবাদদাা : ‘তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ’ যদি হই রক্তদাতা জয় করবো মানবতা’- স্লোগানকে ধারণ করে জামালপুরের মাদারগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছাসেবী সংগ্রহ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন ‘মাদারগঞ্জ ফাউন্ডেশন’। গতকাল মাদারগঞ্জে চরপাকেরদহ ইউনিয়নের পলাশপুর বাজারের জামাই মেলার মাঠে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়। সকাল থেকে শুরু করে এই কর্মসূচি চলে বিকেল পর্যন্ত। স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতস্ফূর্তভাবে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে। রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছাসেবী সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড.মোঃ আশরাফুর রহমান। এসময় জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, মাদারগঞ্জ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিসেস নুরুন্নাহার খানম, সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল সাইদুর রহমান সাঈদ, মেলা কমিটির সভাপতি খালেদ মাসুদ তালুকদার সোহেল, মাদারগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, মেলা কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী শফিউল আজম রাসেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুখলেস সহ সংগঠনের সিনিয়র ও জুনিয়র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সমাজহিতৈষী কর্মকাণ্ড অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছে। পরে অতিথিদের মাদারগঞ্জ ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়।