আসমাউল আসিফ : জামালপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। গত শুক্রবার ৭ নভেম্বর বিকেলে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র্যালির আয়োজন করে জেলা বিএনপি। বিএনপি মনোনীত জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে ৪টি আসনের প্রার্থীরা একসাথে এই কর্মসুচীতে অংশগ্রহণ করেন।
বিকেলে শহরের ফৌজদারি মোড়ে জেলা বিএনপি আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন, বিএনপির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক সংসদ সদস্য এম. সুলতান মাহমুদ বাবুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ৭৫ সালের ৭ নভেম্বর অকুতোভয় সৈনিক ও জনতা রাজপথে নেমে এসে মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে বন্দীদশা থেকে মুক্ত করে দেশের দায়িত্বভার তুলে দেয়। এরপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করে। পরে আলোচনা সভা শেষে আনন্দ র্যালি বের হয়। র্যালিতে বিএনপি মনোনীত জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে জামালপুর ৪ আসনের দলীয় প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর ৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন, জামালপুর ৩ আসনের প্রার্থী বিএনপির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর ২ আসনের দলীয় প্রার্থী সাবেক সংসদ সদস্য এম. সুলতান মাহমুদ বাবু একসাথে অংশ নেন। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। কর্মসুচিতে জেলার সবগুলো উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী দলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
সরিষাবাড়ীতে বিএনপি’র সম্ভাব্য এক এমপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় তাওহিদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা
সরিষাবাড়ী প্রতিনিধি
জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য এক এমপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেয়ায় ডোয়াইল ইউনিয়ন ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি তাওহিদুল ইসলামকে একদল সন্ত্রাসী পিটিয়ে আহত করেছে। ঘটনাটি ঘটেছে গত ৪ নভেম্বর সকাল সাড়ে আটটার দিকে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর বাজারে। এব্যাপারে বুধবার (৫ নভেম্বর) বিকেলে হামলার শিকার তাওহিদুল ইসলাম সরিষাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, ঘটনার সময় ডোয়াইল ইউনিয়ন ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি তাওহিদুল ইসলাম গোবিন্দপুর বাজারে গেলে ঐ এলাকার বিদ্যুৎ মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে। হামলাকারীরা তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি ভেঙে-গুড়িয়ে দেয় এবং সঙ্গে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
হাসপাতালে শয্যাশায়ী সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়ন ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি তাওহিদুল ইসলাম মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক মহাসচিব এবং সাবেক স্থানীয় সরকার, পল¬ী উন্নয়ন ও সমবায়মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের তনয়া সালিমা তালুকদার আরুণী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় ১৪০ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে সম্প্রতি এলাকায় ব্যাপক গণসংযোগ চালায়। তাঁর নির্বাচনী প্রচার-প্রচারণা, মিছিল-মিটিং এবং মোটর শোভাযাত্রায় ডোয়াইল ইউনিয়ন ওলামা দলের সিনিয়র সহসভাপতি হিসেবে অংশ নেই। বিএনপি ২৩৭ আসনে মনোনয়ন ঘোষণার পর দিন মঙ্গলবার (৪ নভেম্বর) সালিমা তালুকদার আরুণীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় গোবিন্দপুর গ্রামের বিদ্যুতের নেতৃত্বে স্বপন, মনির উদ্দিন, হুমায়ুন ও জাহাঙ্গীর আলমসহ একদল সন্ত্রাসী আমার উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসা নিচ্ছি। হামলার পরও সন্ত্রাসীরা উপর্যুপরি হুমকি দিয়ে যাচ্ছে। সন্ত্রাসীদের অব্যাহত হুমকির মুখে আমি ও আমার পরিবারবর্গ চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তাওহিদুল ইসলাম বলেন, এই হামলার পিছনে অন্য কারও ইন্দন থাকতে পারে।
জামালপুরে বিপ্লব ও সংহতি দিবসের র্যালিতে ৪ প্রার্থী একসাথে
