জামালপুরে বিশিষ্ট সমাজ সেবক ও অবঃ সহকারী কর্মাকর্তা হারুন অর রশীদ এর কুলখানী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ; জামালপুরে দক্ষিন কাচারীপাড়া নিবাসী বিশিষ্ট সমাজ সেবক ও জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের অবঃ সহকারী কর্মাকর্তা মরহুম আলহাজ হারুন অর রশীদ এর কুলখানী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার জামালপুর মডেল মসজিদে বাদ জুম্মা ফাতেহা পাঠ ও দোয়ায় মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, নিহত অবঃ সহকারী কর্মাকর্তা মরহুম আলহাজ হারুন অর রশিদ এর বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা ফেরদৌস রহমান মিল্টন, ছোট ছেলে মোঃ বাপ্পি সহ আরো ধর্মপ্রান মুসুল্লিরা। এ সময় বিশিষ্ট সমাজ সেবক ও জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের অবঃ সহকারী কর্মাকর্তা মরহুম আলহাজ হারুন অর রশিদ আত্মার মাগফিরাত কামনা করে বিষেশ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জামালপুর মডেল মসজিদের খতিব মাওলানা মাসুদ হোসাইন।
উল্লেখ্য যে, বিশিষ্ট সমাজ সেবক ও জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের অবঃ সহকারী কর্মাকর্তা মরহুম আলহাজ হারুন অর রশীদ ১৯৫৩ সালের ৩১ ডিসেম্বর সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন ও ২০২৫ সালের ২৫ জুলাই ইন্তেকার করেন। তিনি চাকুরী জীবনের পাশাপাশি সদালাপি ও এলাকার নানামূখী সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রেখে ছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।