তানভীর আহমেদ হীরা :তামাক কোম্পানি হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৪ উৎযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার ৩১ মে বিশ্ব তামাক মুক্তি দিবস উপলক্ষে সকালে শহরের ফৌজদারী চত্বর হতে একটি শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে একটি আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,স্থানীয় সরকারের উপপরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, জেলা আনসার ও ভিডিপির সহকারি জেলা কমান্ড্যান্ট মোঃ শরিফুল ইসলাম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এড, ইউসুফ আলী, তরঙ্গ মহিলা সংস্থার সভানেত্রী শামিমা খান, সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আনিছুর রহমান, জেলা নাটাবের সভাপতি তানভীর আহমেদ হীরা সহ আরো অনেকেই।
বক্তরা বলেন, দেশে দিন দিন যুব সমাজের মাঝে তামাকের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। তামাকজাত দ্রব্য ব্যবহারে সরকারি বিধি নিষেধ থাকলেও বিভিন্ন কারনে প্রয়োগ করে নির্মুল সম্ভব হবে না। তাই সরকারের পাশাপাশি দেশের জনগনকেও এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী ২০৪০ সালে তামাক মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারের প্রতি সমর্থন জানিয়ে জামালপুরেও তামাকমুক্ত করার গুরুত্ব দেয়া হয়।