জামালপুরে বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত

এম.এফ.এ মাকাম : সবার জন্য মানসম্মত পরিসংখ্যান এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিস জামালপুরের আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাছিনা বেগম।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক রাফিউজ্জামান জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা সঠিক ও মানসম্মত পরিসংখ্যানের মাধ্যমে দেশের জনসংখ্যা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য সহ এসটিজি বাস্তবায়নের সঠিক পরিসংখ্যান করে দেশের উন্নয়নের মাধ্যমে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ করার আহ্বান জানান।