এম.এফ.এ মাকাম : প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ৭ অক্টোবর বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলানায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী জামালপুরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সুমি আক্তার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি এডভোকেট ইউসুফ আলী, সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, মোঃ ফজলে এলাহী মাকামসহ আরো অনেকে।
এ সময় বক্তারা শিশুর অধিকার বাস্তবায়নে সকলের অঙ্গীকারের পাশাপাশি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে ও আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ বিনির্মানে এবং শিশু নির্যাতন প্রতিরোধ করে শিশুদের সুষ্ঠুভাবে বেঁচে থাকার অধিকার বাস্তবায়নে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।