আসমাউল আসিফ ; জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন থেকে ফ্যাসিস্টের দোসর সভাপতি প্রার্থীা মোস্তাফিজুর রহমান বাপ্পীকে অবাঞ্ছিত ঘোষণার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২ অক্টোবর দুপুরে শহরের ফৌজদারী মোড়ে ফ্যাসিবাদ বিরোধী সর্বস্তরের জনতার ব্যানারে এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক যুগ্ম আহবায়ক আদল হাসান সূচক, সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব আহাদ হোসেন, সাবেক যুগ্ম সদস্য সচিব আমিমুল ইহসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনে মোস্তাফিজুর রহমান বাপ্পী সভাপতি প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগ সরকারের গভর্নর আতিউর রহমানের ভাতিজা ও সাবেক এমপি মোজাফফর আহমেদের স্বজন মোস্তাফিজুর রহমান বাপ্পী ফ্যাসিস্টদের পুনর্বাসন করছেন। আওয়ামী লীগ আমলের সর্বোচ্চ সুবিধাভোগী ফ্যাসিস্টের দোসর মোস্তাফিজুর রহমান বাপ্পীকে নির্বাচন থেকে অবাঞ্ছিত ঘোষণার দাবী জানান বক্তারা। আওয়ামী লীগের দোসরদের কোথাও কোন নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া যাবে না। যেখানেই ফ্যাসিবাদের জন্ম হবে সেখানেই বিপ্লব হবে। এ ব্যাপারে সভাপতি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাপ্পী জানান, জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতি কোন রাজনৈতিক সংগঠন না। নির্বাচনে আমার জয়ী হওয়ার সম্ভাবনাই বেশী। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমার প্রতিদ্বন্দীরা এসব করছে। উল্লেখ্য, আগামী ৪ অক্টোবর জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
জামালপুরে বেসরকারি ক্লিনিক মালিক সমিতির নির্বাচন থেকে ফ্যাসিস্টের দোসরকে অবাঞ্ছিত ঘোষণার দাবীতে মানববন্ধন
