নিজস্ব সংবাদদাতা : জামালপুরে ৩ লাখ ৩৬ হাজার ৮১৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হয়। এর মধ্যে ৬ থেকে ১১ মাসের শিশু ৩৭ হাজার ৪৩১ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে ২ লাখ ৯৯ হাজার ৩৮৪ জন।
গতকাল শনিবার ১ জুন সকালে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতাল চত্ত্বরে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইন উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব জাকিয়া পারভীন, ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক অধ্যাপক ডাঃ মাজহারুল ইসলাম ও সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ফজলুল হক।