জামালপুরে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে সাংবাদিক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত

এম.এফ.এ মাকাম : ভিটামিন-এ খাওয়ান,শিশু মৃত্যুর ঝুঁকি কামান এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ে সাংবাদিকদের অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে জাতীয় পুষ্টি সেবা ও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ডাঃ নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ ফজলুল হক, ডেপুটি সিভিল সার্জন ডাঃ রেজুয়ানা রশিদ, মেডিক্যাল অফিসার ডাঃ রাফিয়া বিনতে রৌফ, ডাঃ কাওছারা, জেলা প্রেসক্লাব সভাপতি এডঃ ইউসুফ আলী সহ আরো অনেকে। এবার জামালপুরে ৮টি পৌরসভা ও ৬৮টি ইউনিয়নে ৬ থেকে ১১ মাস বয়সি ৩৭ হাজার ৪৩১ জন শিশু এবং ১২ থেকে ৫৯ বয়সের ২ লাখ ৯৯ হাজার ৩৮৪ জন শিশু কে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনকে সফল করতে ১ হাজার ৬৯২ টি কেন্দ্রে ৩ হাজার ৪০৮ জন সেচ্ছাসেবী ও ৬৩৬ জন সরকারি কর্মচারি অংশ গ্রহন করবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ ফজলুল হক।