নিজস্ব সংবাদদাতা : পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার এবং ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত পাট মজুদকারী ও পাট ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান এবং মোড়কীকরণ আইন-২০১০ এর বাস্তবায়নে জামালপুর জেলার বিভিন্ন উপজেলার হাট বাজারে অভিযান পরিচালনা করেছে পাট অধিদপ্তর।
বুধবার ১৫ অক্টোবর সকালে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
গুদাম ও হাট বাজার পরিদর্শন ও বিশেষ অভিযান পরিচালনা করেন পাট অধিদপ্তরের উপ-পরিচালক (উপসচিব) রাশেদুল হাসান, ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক শিমু আক্তার, জামালপুরের মুখ্য পরিদর্শক মো. নুর আলম, পাট উন্নয়ন সহকারী মো. আব্দুল জলিল, পরিদর্শক (পাট) মো. আওরংগযেব প্রমুখ।
সংশ্লিষ্ট সুত্র জানায়, জামালপুর জেলার আওতাধীন সদর উপজেলার নান্দিনা বাজার, মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজার, ইসলামপুর বাজার, দেওয়ানগঞ্জ বাজার, সানন্দবাড়ি বাজার, জালুরচর বাজার ও পাট ব্যবসায়ীদের গুদাম পরিদর্শন করা হয়। অভিযানের সময় ছয়জন ভেজা পাট বিক্রেতা ও এক হাজার মণ পাট এক মাসের বেশি মজুদকারী ব্যবসায়ীকে লাইসেন্স করানোসহ অর্থ দন্ডে দন্ডিত করা হয়।
জামালপুরের মুখ্য পাট পরিদর্শক মো. নুর আলম এ প্রতিবেদককে বলেন, ১৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা। পাটের গুনগত মান বজায় রাখা ও বাজার দর নিয়ন্ত্রণসহ অসাধু পাট ব্যবসায়ীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
জামালপুরে মজুদ ও ভেজা পাট ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান
